ইউটিউব চ্যানেল খোলার আগে সর্বপ্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রথমে Unique Name For YouTube Channel ও নতুন ইউটিউব চ্যানেলয়ে নাম রাখার গোপন পদ্ধতি অর্থাৎ আপনাকে একটি ইউটিউব চ্যানেল এর একটি প্রফেশনাল নাম রাখতে হবে। সেইজন্য আপনাকে একটি ইউটিউব চ্যানেল নাম রিসার্চ করে তার পর নাম টি রাখতে হবে।
আজকের এই প্রতিবেদনে নতুন ইউটিউব চ্যানেল এর নাম কিভাবে খুজবেন ও আইডিয়া পাবেন, আজকের প্রতিবেদনে কিভাবে একটি নতুন ইউটিউব চ্যানেল এর নাম রিসার্চ করবেন, কিভাবে নাম রাখলে সঠিক হবে সেই পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখানো আছে এই প্রতিবেদনে। ফলে আপনার এই প্রতিবেদনটি পুরো দেখবেন তাহলে আর নতুন ইউটিউব চ্যানেলয়ে নাম রাখার জন্য কোথাও যেতে হবেনা।
Unique Name For YouTube Channel 2023 | নতুন ইউটিউব চ্যানেলয়ে নাম রাখার গোপন পদ্ধতি:
ইউটিউব চ্যানেল খোলার আগে যেভাবে আপনি আপনার চ্যানেল এর নামটি রিসার্চ করবেন সেগুলি নিচে স্টেপ বাই স্টেপ দেখানো হল।
1. প্রথমে আপনি YouTube আথবা আপনি যদি মোবাইল থেকে করেন তাহলে আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন।
2. এরপর ইউটিউবের সার্চবারে আপনার চ্যানেল নাম টি সার্চ করবেন। সার্চ করার পর যদি ঐ নাম যদি কর ইউটিউব চ্যানেল থাকে তাহলে দেখাবে আর যদি না থাকে তাহলে দেখাবেনা। কিন্তু এখানে সব চ্যানেল নাম দেখতে পাবেননা।
3. আপনি যে নামটি রেখেছেন সেই নামে কতগুলি চ্যানেল আছে সব চ্যানেল গুলি দেখার জন্য আপনি প্রথমে ইউটিউবের সার্চবারে আপনার চ্যানেল নাম টি সার্চ করবেন।
4. Filter অপশনে ক্লিক করলে অনেক গুলো অপশন দেখতে পাবেন তার মধ্যে চ্যানেল অপশনে ক্লিক করবেন, তাহলে ঐ নামে যত গুলো ইউটিউব চ্যানেল আছে সবগুলো দেখতে পাবেন।
রিসার্চ না করে চ্যানেলের নাম রাখলে কীহবে?
আপনি যদি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলবেন ভাবেন তাহলে আপনি যে কোনো নাম দিয়ে ইউটিউব চ্যানেল খুলবেন না। একটি ইউটিউব চ্যানেল এর নামে রাখার আগে আপনি ইউটিউব সেরচ করে দেখে নিবেন যে আপনি যেই নাম টি রাখবেন সেই নাম টি আর কারও আছে কী নেই।
আপনি যেই নামটি রাখবেন সেই নামে যদি অন্য বেক্তির আগে থেকে ইউটিউব চ্যানেল খোলা থাকে তাহলে আপনি ঐ নামে ইউটিউব চ্যানেল খুলবেননা কারণ আপনি যদি ঐ নামে ইউটিউব চ্যানেল খোলেন তাহলে আপনার চ্যানেল টি রঙ্ক হবেনা এবং ইউটিউবে যখন আপনি এবং আপনার বন্ধুরা আপনার ইউটিউব চ্যানেলএর নামটি লিখে সার্চ করবে তখন আপনার নাম না এসে সেই বাক্তির নামটি প্রথমে আসবে। কারণ সেই বেক্তিটি আগে থেকে ইউটিউব চ্যানেলে নামটি রেখেছে তাই ইউটিউব সার্চ ইঞ্জিন আপনার নামটি না দেখিয়ে ঐ বেক্তির নামটি দেখাবে।
সুতরাং আপনি যখন একটি ইউটিউব চ্যানেল খুলবেন তখন রিসার্চ করেই আপনার নামেটি রাখবেন। সেই নামটি যেন আর কারও না থাকে।
আপনার ইউটিউব চ্যানেল এর নামটি যদি অন্য কারও আগে থেকে খোলা থাকে তাহলে কী করবেন?
আপনি যদি একটি ইউটিউব চ্যানেল খোলেন এবং ইউটিউব চ্যানেল এর নাম কিভাবে রাখতে হবে তা না জেনেই আপনি আপনার পছন্দ মতো নাম রাখেন। পরবর্তী সময়ে যদি দেখেন আপনার নামটি অন্য কারও আগে থেকে আছে তাহলে আপনি সেই অবস্থায় কী করবেন।
আপনাকে প্রথমে আপনার রাখা নামটি ইউটিউব সার্চ করে দেখতে হবে যে আপনার রাখা নামে কয়টি চ্যানেল আছে। যদি দেখেন যে শুধু মাত্র একটি চ্যানেল আছে কিংবা দুটি চ্যানেল আছে ও সেই চ্যানেল গুলিতে বেশি Subscribe নেই ও চ্যানেল গুলিতে সেরকম ভিডিও আপলোড করেনি তাহলে আপনি সেই নামে আপনার চ্যানেলটি ক্রিয়েট করে প্রতিদিন কাজ করলে আপনার চ্যানেলটি প্রথম সার্চ লিস্টে দেখতে পাবেন।
আর যদি দেখেন যে আপনি যেই নামে চ্যানেল খুলেছেন সেইনামে অন্য চ্যানেলয়ে অনেক ভিডিও আপলোড করে রেখেছে ও চ্যানেল গুলি অনেক পপুলার তাহলে আপনি সেইনামে চ্যানেল খুলে কোনো প্রকার লাভে করতে পারবেননা কারণ ইউটিউবে যখন চ্যানেলএর নামটি লিখে সার্চ করবেন তখন আপনার নাম আসবেনা ওদের চ্যানেলের নামটা আসবে।
আপনার ইউটিউব চ্যানেল এর নামটি যদি অন্য কারও আগে থেকে খোলা থাকে তাহলে আপনি নামটি মোবাইল দিয়ে ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি যে নামটি আগে রেখেছেন সেইনামটি এডিট করে নতুন নামটি ভালো ভাবে রিসার্চ করে রাখবেন।