Didir Doot | Didir Suraksha Kawach

আজকের এই নিবন্ধে আপনারা জানবেন Didir Doot ও  Didir Suraksha Kawach সম্পর্কে। প্রথমে আমরা জানব দিদির দূত এর সম্পর্কে, তার কী করবে ও কিভাবে মানুসরে কাছে পৌছবে সেই বিষয়ে তার পড়ে আমরা জানব দিদির সুরক্ষা কবজ কতটা শক্তিশালী হয়ে উঠবে সেই সম্পর্কে সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব।

Didir Suraksha Kawach

Didir Doot | Didir Suraksha Kawach

Didir Suraksha Kawach Logo

দিদির সুরক্ষা কবচ লগোটি 6 টি ক্ষেত্র ও 15 টি প্রকল্পে বেষ্টিত। আপনারা নিচের ফটো দেখে পুরো বাপর টা বুজতে পারছেন।

Didir Doot ও Didir Suraksha Kawach

২০১১ সালে আপনি যখন এই রাজ্যের উন্নতি এবং সমৃদ্ধির মহান দায়িত্ব আমার কাঁধে অর্পণ করেছিলেন তখন এই রাজ্য সামাজিক - অর্থনৈতিকভাবে ছিল বিধ্বস্ত এই রাজ্য হয়ে উঠেছিল নিঃস্ব , এবং রাজ্যে দেখা দিয়েছিল এক চরম নৈরাশ্য তারপর থেকে , সেই গুরুদায়িত্ব যথার্থভাবে এবং নিষ্ঠা সহকারে পালন করার জন্য আমি নিত্যদিন চেষ্টা করেছি । প্রতিটি মুহূর্ত এই স্বপ্ন দেখে এগিয়ে চলেছি যে , রাজ্যের প্রতিটি অংশের মানুষ যেন নিরাপদে , সুস্থভাবে এবং আনন্দে জীবন - যাপন করতে পারে।

বাংলার জন্য আমি যে স্বপ্ন বুনেছিলাম , সেই স্বপ্নই আমাকে এমন কিছু প্রকল্প আনতে অনুপ্রাণিত করেছে যাতে আপনার জীবনের প্রতি পদক্ষেপ যেন সুরক্ষা বেষ্টনীতে আবৃত থাকে । সেই লক্ষ্যে , আমি শিক্ষা থেকে চাকরি , স্বাস্থ্য পরিষেবা থেকে আবাসন এবং খাদ্য থেকে সামাজিক সুরক্ষা - এই সবকটি ক্ষেত্রেই এমন কিছু প্রকল্প তৈরি করেছি যা আপনার জীবনকে একটি সামগ্রিক নিরাপত্তার মধ্যে রাখবে ; তা হলো আমার ‘ সুরক্ষা কবচ ' । এই সুরক্ষা কবচের মধ্যে ১৫ টি মূল প্রকল্প রয়েছে যা আপনার জীবনের সামগ্রিক মানোন্নয়নের জন্য আগে থেকেই অক্লান্ত পরিষেবা দিয়ে আসছে।

এই সুরক্ষা কবচ- বাংলার সকল বাসিন্দাকে নিরাপদ রাখার জন্য আমার প্রচেষ্টার একটি স্বীকৃতি এবং উন্নয়নের অগ্রগতির সাক্ষ্য । আপনি এবং আপনার পরিবার আমার সুরক্ষা কবচের আওতায় যে সদা সুরক্ষিত আছেন তা নিশ্চিত করার জন্য আমি আমার বিশ্বস্ত প্রতিনিধি হিসেবে আমার দূত আপনার বাড়িতে প্রেরণ করছি । আমি অনুরোধ করছি , আপনি তাঁকে / তাঁদেরকে আপনার বহু মূল্যবান সময় দিয়ে সাহায্য করবেন এবং যদি আপনার কোনো প্রশ্ন কোনো অভাব - অভিযোগ বা কোনোরকম সমস্যা থাকে তবে তা অনুগ্রহ করে আমার দূতকে জানিয়ে দেবেন ।

আমি পূর্ণ আশ্বাস দিচ্ছি যে আপনার সমস্ত অভাব - অভিযোগ আমি ব্যক্তিগত স্তরে শুনবো এবং তা সমাধান করবো । আপনার কল্যাণ এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে আমি আমৃত্যু অঙ্গীকারবদ্ধ । আমরা সবাই মিলে গড়ে তুলবো আমাদের স্বপ্নের বাংলা । এই মহান কর্মযজ্ঞে আপনার একান্ত সহযোগিতা এবং আশীর্বাদ কামনা করছি । জয় হিন্দ , জয় বাংলা ।


দিদির সুরক্ষা কবচকে 6 টি ক্ষেত্র এবং 15 টি প্রকল্পে বিভক্ত করেছেন। সেগুলি আমরা বিস্তারিতভাবে নিচে আলোচনা করব।
  
Didir Doot

6 টি ক্ষেত্র ও  15 টি প্রকল্প দ্বারা বেষ্টিত। 
  1. সামাজিক সুরক্ষা-( লক্ষীর ভান্ডার, কৃষক বন্ধু, সামাজিক সুরক্ষা যোজনা, বিধবা ভাতা, মানবিক পেনশন, জয়বাংলা)
  1. উপার্জন-(যুবশ্রী)
  2. শিক্ষা- (শিক্ষা স্টুডেন্ট ক্রেডিট কার্,কন্যাশ্রী,ঐক্যশ্রী,শিক্ষাশ্রী )
  3. খাদ্য-(খাদ্যসাথী )
  4. স্বাস্থ্য-(স্বাস্থ্য সাথী )
  5. আবাস-(বাংলার আবাস যোজনা,নিজ গৃহ নিজ ভূমি)

সামাজিক সুরক্ষা

লক্ষীর ভান্ডার

সর্বজনীন ন্যূনতম আয় নিশ্চিত করতে পশ্চিমবঙ্গে বসবাসকারী সাধারণ ঘরের মহিলাদের মাসিক ৫০০ টাকা এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতির মহিলাদের মাসিক ১,০০০ টাকার সাহায্য প্রদান করা হয়।

কৃষক বন্ধু 

এক একর বা তার বেশি চাষযোগ্য জমি যে কৃষকদের আছে তাঁদের সরাসরি বার্ষিক ১০,০০০ টাকা এবং এক একরের কম চাষযোগ্য জমি যে কৃষকদের আছে তাঁদের বার্ষিক ৪,০০০ টাকা প্রদান করা হয়।

সামাজিক সুরক্ষা যোজনা

অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের আয়ের ব্যাপারে সাহায্য করতে এবং তাঁদের মৃত্যুর পর পরিবারের সদস্যদের সকল প্রকার সুবিধা সুনিশ্চিত করতে সামাজিক সুরক্ষা যোজনা প্রদান করা হয়।

বিধবা ভাতা। 

পশ্চিমবঙ্গে বসবাসকারী বিধবারা , যাঁদের পারিবারিক আয় মাসিক ১,০০০ টাকার কম তাঁদের মাসিক ১,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

মানবিক পেনশন

পশ্চিমবঙ্গে বসবাসকারী বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের প্রতি মাসে ১,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা।  

জয় বাংলা

১. জয় জোহার ২. তপশিলি বন্ধু

প্রবীণ নাগরিকদের প্রতি মাসে ১,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয় । বিশেষত তপশিলি জাতি ও তপশিলি উপজাতির অন্তর্গত প্রবীণ ব্যক্তিদের এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়। 

উপার্জন

যুবশ্রী

এ রাজ্যে বসবাসকারী এবং এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত এক লক্ষ বেকার যুবক - যুবতীকে মাসে ১,৫০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

শিক্ষা

শিক্ষা স্টুডেন্ট ক্রেডিট কার্ড। 

মাধ্যমিক পাঠরত ও উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের ন্যূনতম সুদে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিয়ে সহায়তা প্রদান করা হয়।

কন্যাশ্রী

কিশোরীদের শর্তসাপেক্ষে বার্ষিক ১,০০০ টাকা প্রদান এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হলে এককালীন ২৫,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

ঐক্যশ্রী

ধর্মীয় ক্ষেত্রে সংখ্যালঘু শিক্ষার্থীদের বৃত্তিমূলক কোর্সের জন্য বার্ষিক প্রি - মেট্রিক , পোস্ট - মেট্রিক এবং মেরিট - কাম - মিন্‌স স্কলারশিপ প্রদান করা হয়।  

শিক্ষাশ্রী 

তপশিলি জাতি ও তপশিলি উপজাতির শিক্ষার্থীদের উচ্চ প্রাথমিক পর্যায়ে শিক্ষা পূরণে সাহায্য করতে বার্ষিক ৮০০ টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হয়। 

খাদ্য

খাদ্যসাথী 

রাজ্যের সকল রেশন কার্ড হোল্ডারদের ভর্তুকিমূল্যে খাদ্যশস্য প্রদান করা হয়।  

স্বাস্থ্য

 স্বাস্থ্য সাথী

পশ্চিমবঙ্গের সমস্ত বাসিন্দাকে পরিবারপিছু বার্ষিক ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবীমার সুবিধা প্রদান করা হয়।  

আবাস

 বাংলার আবাস যোজনা 

পশ্চিমবঙ্গে বসবাসকারী সমস্ত গৃহহীন এবং পাকা বাড়ি নেই , এমন ব্যক্তিদের ১,২০,০০০ টাকার আর্থিক সাহায্য - সহ বাসস্থানের সুব্যবস্থা প্রদান করা হয়।  

নিজ গৃহ নিজ ভূমি

 গ্রামের গৃহহীন ও ভূমিহীন কৃষক , শ্রমিক এবং মৎস্যজীবীদের ৩ কাঠা জমির পাট্টা প্রদান করা হয় । তাঁরা সরকারের কাছ থেকে সাহায্য নিয়ে এই জমিতে বাড়ি তৈরি করতে পারেন । স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরাও এই প্রকল্পের সুবিধা পেতে আবেদন করতে পারেন। 

Previous Post Next Post