আজকের এই নিবন্ধে আপনারা জানবেন যে Check Sc Certificate Status in West Bengal অর্থাৎ পশ্চিমবঙ্গ কাস্ট সার্টিফিকেট চেক কিভাবে করবেন।কাস্ট সার্টিফিকেট স্ট্যাটাসঃ (Details) চেক করার প্রয়োজনিও নথি। পশ্চিমবঙ্গে কাস্ট সার্টিফিকেট আবেদনর স্ট্যাটাসঃ অনলাইনে কিভাবে চেক করবেন? পশ্চিমবঙ্গের জাতিগত শংসাপত্রের Details বা স্ট্যাটাসঃ কিভাবে যাচাই করবেন? Cast Certificate ডাউনলোড কিভাবে করবেন বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আপনি যদি এই সকল তথ্য জানতে ইচ্ছুক থাকেন তাহলে এই পোস্টটি পুরো পড়ুন তাহলে পুরো বিষয়টি বুজতে পারবেন।
Check Sc Certificate Status in West Bengal 2023:
আপনারা হয়তো পুরোনো পদ্ধতিতে কাস্ট সার্টিফিকেট কিভাবে চেক করতে হয় সেটা জানেন কিন্তু 2023 সালে নতুন পদ্ধতিটে কিভাবে চেক করতে হয় নতুন ওয়েবসাইটে সেটা জানেন না। নতুন পদ্ধতিতে 2023 সালে কিভাবে কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করবেন দেখুন।
নতুন নিয়মে 2023 সালে Sc/OBC সার্টিফিকেট চেক করার জন্য আপনি অফিকিয়াল ওয়েবসাইট Castcertificatewb.gov.in এ গিয়ে এবং ভিউ সার্টিফিকেট Details অপশনে গিয়ে অনলাইনে পশ্চিমবঙ্গ কাস্ট সার্টিফিকেটের আবেদন স্ট্যাটাসঃ চেক করতে পারেন। আপনাদের সুবিধার জন্য নিচে বিস্তারিত আলোচনা করা হল।
পশ্চিমবঙ্গ কাস্ট সার্টিফিকেট চেক কিভাবে করবেন বা Sc/St/Obc Certificate Status Check পশ্চিমবঙ্গ:
পশ্চিমবঙ্গের জাতিগত শংসাপত্রের Details বা স্ট্যাটাসঃ কিভাবে যাচাই করার জন্য আপনি অনলাইন করার পড়ে আপনাকে একটি Application নম্বর দেওয়া হয়েছিল। সেই Application নম্বর দিয়ে আপনি Sc/St/Obc Certificate Status Check করতে পারবেন।
যে সকল বেক্তি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং যারা কাস্ট সার্টিফিকেট এর জন্য আবেদন করেছেন তাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসঃ কিভাবে চেক করবেন এবং আপনার কাস্ট সার্টিফিকেট কেমন অবস্থানে আছে জানার জন্য নিচের দেওয়া পদক্ষেপ গুলি গ্রহণ করতে পারেন।
প্রথম ধাপ- Google এ টাইপ করবেন SC Certificate তাহলে প্রথমে একটি লিঙ্ক আসবে কাস্ট সার্টিফিকেট ( Cast Certificate) সেখানে ক্লিক করে এগিয়ে যাবেন।
দ্বিতীয় ধাপ- Cast Certificate অপশনে ক্লিক করলে নিচে দেখতে পাবেন SC/OBC সার্টিফিকেটের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ওপেন ওয়ে যাচ্ছে। এর পড়ে নিচে একটি অপশন Application Status দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
তৃতীয় ধাপ- Application Check অপশনে ক্লিক করলে দেখতে পাবেন একটি নতুন পেজ ওপেন হবে সেখানে অপনি আপনার অ্যাপ্লিকেশন নম্বরটি দিয়ে দিবেন এবং সার্চ অপশনে ক্লিক করবেন।
চতুর্থ ধাপ- সার্চ অপশনে ক্লিক করলে আপনার Application এর তথ্য দেখতে পাবেন। আপনার অ্যাপ্লিকেশনটি কোন পর্যায়ে আছে।
কাস্ট সার্টিফিকেট Approved হয়ে গেলে কী করবেন?
কাস্ট সার্টিফিকেট Approved হয়ে গেলে আপনি যে কোনও সাইবার ক্যাফে থেকে পেয়ে যাবেন। এর আগের পদ্ধতিতে বা নিয়ম ছিল যে SC/OBC সার্টিফিকেট করার জন্য প্রযোনিও নথি আপনার এলাকার B.D.O অফিসে গিয়ে জমা করতে হত। এবং সার্টিফিকেট হয়ে গেলে সেখান থেকেই দেওয়া হত।
এখন কার নতুন নিয়ম অনুযায়ী C/OBC সার্টিফিকেট করার জন্য প্রযোনিও নথি আপনার এলাকার B.D.O অফিসে গিয়ে জমা করার 1 থেকে দুই মাসের মধ্যে দেখবেন আপনার SC/OBC সার্টিফিকেট Approved হয়ে যাবে তখন আপনি আপনার SC/OBC সার্টিফিকেট যে কোনো সাইবার ক্যাফে বা যে কোনো অনলাইন দোকান থেকে আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।
সুতরাং আগে ব্লক অফিস থেকে SC/OBC সার্টিফিকেট দেওয়া হতো আর এখন সরাসরি অনলাইন থেকে ডাউনলোড করা হয়ে থাকে।
Tags
টেক টিপ্স