আজকের এই নিবন্ধে আপনারা জানবেন যে ঐক্যশ্রী টাকা কবে ঢুকবে 2023 এবং ঐক্যশ্রী স্কলারশিপ স্ট্যাটাসঃ চেক করবেন (Aikyashree Status Check) এছাড় জানবেন ঐক্যশ্রী স্কলারশিপ কি? ঐক্যশ্রী প্রকল্প কারা পাবে - ঐক্যশ্রী স্কলারশিপ কাদের জন্য? Aikyashree Scholarship Amount - ঐক্যশ্রী কত টাকা? ঐক্যশ্রী প্রকল্প কবে চালু হয়? ঐক্যশ্রী ফর্ম ফিলাপ অনলাইন। বিভিন্ন বিষয়ে জানতে পারবেন। আপনি যদি এই সমস্ত বিষয়ে জানতে চান তাহলে পুরো পোস্ট পড়ুন তাহলে সমগ্র বিষয়টি জানতে পারবেন।
ঐক্যশ্রী টাকা কবে ঢুকবে 2023 - ঐক্যশ্রী স্কলারশিপ এর টাকা কবে ঢুকবে - O.B.C Scholarship Amount in West Bengal
পশ্চিমবঙ্গ সরকারের ঐক্যশ্রী স্কলারশিপের টাকা কবে ঢুকবে সেই বিষয়ে সঠিক তথ্য দেওয়া সম্ভব নয় কারণ ঐক্যশ্রী স্কলারশিপ এর টাকা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রতিবছর দেওয়া হয়। কিন্তু কোন বছর কত তারিখে টাকা ঢুকবে সেটা বলা সম্ভব নয়। কারণ সরকার প্রতি বছর নির্দিষ্ট কোনো সময়ে টাকা দেয়না।
বর্তমানে ঐক্যশ্রী স্কলারশিপের টাকা প্রায় ছাত্র ছাত্রীদের ঢুকে গিয়েছে । কিন্তু প্রথম শ্রেণীর থেকে দাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের টাকা ঢুকে গিয়েছে। আর যাদের টাকা ঢুকিনে তাদের কোনো না কোন প্রকার সমস্যার কারণে টাকা ঢুকিনী।
ঐক্যশ্রী স্কলারশিপের টাকা না ঢুকার কারণ।
ঐক্যশ্রী স্কলারশিপের টাকা না ঢুকার কিছু কারণ রয়েছে সেগহউলি হল- ব্যাংক একাউন্ট প্রবলেম। প্রজয়নীও নথিপত্র সঠিক ভাবে জমা না করা। এছাড় প্রতিস্থান Verify বিভিন্ন কারণে টাকা না ঢুকতে পারে।
ঐক্যশ্রী স্কলারশিপ কি? O.B.C Scholarship:
ঐক্যশ্রী স্কলারশিপ হল পশ্চিমবঙ্গে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ স্কলারশিপ প্রকল্প চালু করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। ঐ প্রকল্প অনুযায়ী মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ ও শিখ সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের পড়াশোনা করানোর জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। পশ্চিমবঙ্গে এই প্রকল্পের নাম ঐক্যশ্রী প্রকল্প বা O.B.C প্রকল্প।
ঐক্যশ্রী স্কলারশিপ status check 2023 - Aikyashree Status Check - ঐক্যশ্রী স্কলারশিপ চেক করার নিয়ম: ঐক্যশ্রী স্কলারশিপ টাকা না পেলে কিভাবে চেক করবেন?
ঐক্যশ্রী স্কলারশিপ Status Check 2023 করার জন্য আপনি নিচের দেওয়া স্টেপ বাই স্টেপ গুলি ফলো করুন তাহলে আপনি আপনার ঐক্যশ্রী স্কলারশিপ status check করতে পারবেন।
1 ধাপ- ঐক্যশ্রী স্কলারশিপ status check করার জন্য প্রথমে google এ টাইপ করুন Aikyashree এবং প্রথমে একটি লিঙ্ক আসবে সেখানে ক্লিক করুন।
2 ধাপ- প্রথমে একটি লিঙ্ক আসবে সেখানে ক্লিক করলে ঐক্যশ্রী প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাখুলে যাবে।
3 ধাপ- সাইট ওপেন হয়ে গেলে আপনারা দেখতে পাবেন Student's Area অপশন সেখানে ক্লিক করবেন
4 ধাপ- Student's Area অপশনে ক্লিক করার পড়ে একটি নতুন উইন্ডো ওপেন হবে সেখানে "Track Application" অপশনটি দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন।
5 ধাপ- Track Application অপশনে ক্লিক করার পড়ে আরেকটি নতুন উইন্ডো ওপেন হবে সেখানে কিছু তথ্য চাইবে সেগুলি পূরণ করতে হবে। যেমন প্রথমে আপনার জেলা সিলেক্ট করতে হবেন সেখানে একটি নতুন পপাপ দেখতে পাবেন সেখানে Ok প্রেস করে আগিয়ে যাবেন।
6 ধাপ- Ok প্রেস করে আগিয়ে গেলে দেখবেন একটি নতুন পেইজ ওপেন হবে সেখানে কিছু তথ্য চাইবে সেগুলি পূরণ করতে হবে।
* এই ফর্মটি ফিলাপ করার জন্য আপনি যখন অনলাইন করেছিলেন তখন আপনাকে অনলাইন করার পড়ে একটি প্রিন্ট দিয়ে ছিল সেটা অবশ্যই লাগবে নয়তো কাজটি সহজ হবেনা।
- যেমন- প্রথমে আপনাকে Year of Registration দিতে হবে অর্থাৎ আপনি যে বছরের ঐক্যশ্রী স্কলারশিপ status check করতে চান সেই বছরটি সিলেক্ট করবেন।
- এর পড়ে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন অর্থাৎ আপনি আপনার জেলাটি সেরলেক্ট করবেন।
- জেলা সিলেক্ট হয়েগেলে Application User Id দিবেন অর্থাৎ আপনি যেই অনলাইন প্রিন্ট আউট পেয়ে ছিলেন সেটাতে Application User Id দেওয়া আছে সেটা দেখে লিখবেন।
- এর পরবর্তী আপনি আপনার জন্মতারিখ দিবেন।
- জন্মতারিখ দেওয়া হয়ে গেলে নিচে দেখবেন Captcha লেখার জন্য একটি বক্স থাকবে সেখানে উপরে লেখা Captcha দেখে দেখে লিখবেন।
- Captcha দেওয়া হয়ে গেলে পরবর্তীতে সাবমিট অপশনে ক্লিক করবেন।
7 ধাপ- Submit অপশনে ক্লিক করার পড়ে আপনার ঐক্যশ্রী স্কলারশিপ status দেখতে পাবেন। এখানে আপনি আপনার সমস্ত Setails দেখতে পাবেন যেমন একাউন্ট ডীটেলস, কোন ব্যাংক একাউন্ট একাউন্ট নম্বর কত এবং আপনার টাকা ঢুকেছে না ঢুকেনি, আর যদি টাকা ঢুকে তাহলে কত তারিখে ঢুকেছে সমস্ত তথ্য দেখতে পাবেন।
ঐক্যশ্রী প্রকল্প কারা পাবে - ঐক্যশ্রী স্কলারশিপ কাদের জন্য?
আপনারা অনেকেই জনেননা যে ঐক্যশ্রী স্কলারশিপ করা পাবে বা এই ঐক্যশ্রী স্কলারশিপ কাদের জন্য। ঐক্যশ্রী স্কলারশিপ পশ্চিমবঙ্গে বাসস্থান কারি সংখ্যালঘু (OBC) সম্প্রদায়ের ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ স্কলারশিপ প্রকল্প চালু করা হয়েছে।
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের সূচনা করা হয়েছে। ঐ প্রকল্প অনুযায়ী মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ ও সমস্ত OBC সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের পড়াশোনা করানোর জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। পশ্চিমবঙ্গে এই প্রকল্পের নাম ঐক্যশ্রী প্রকল্প বা OBC প্রকল্প।
ঐক্যশ্রী স্কলারশিপ 2023 কত টাকা? - Aikyashree Scholarship Amount:
ঐক্যশ্রী স্কলারশিপ টাকা দুটি বিভাগে দেওয়া হয়। যেমন- প্রি-মেট্রিক স্কলারশিপ, পোস্ট-মেট্রিক স্কলারশিপ।
- প্রি-মেট্রিক স্কলারশিপ কত টাকা :- প্রি-মেট্রিক স্কলারশিপ এর মাধমে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের বছরে 1100 টাকা থেকে 11000 হাজার টাকা পর্যন্ত দিয়ে থাকে।
- পোস্ট-মেট্রিক স্কলারশিপ কত টাকা :- পোস্ট-মেট্রিক স্কলারশিপ এর মাধ্যমে উচ্চমাধ্যমিক, ITI, Diploma, Graduation, Post Graduation, M. Phil, B.ED, সমস্ত ছাত্রছাত্রীদের বছরে 10,200 হাজার টাকা থেকে 16,500 হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে।
ঐক্যশ্রী টাকা কবে পাব?
যে সকল ছাত্র ছাত্রী এই ঐক্যশ্রী স্কলারশিপ থেকে আগে থেকে টাকা পেয়েছ তারা হয়তো জন যে লট জেনারেট হওয়ার 14 দিনের মধ্যে এই প্রকল্পের টাকা দিয়েদেওয়া হয়। অর্থাৎ আমরা বলতে পরি যে লট জেনারেট হয়ে গেলে তার 15 দিনের মধ্যে টাকা ঢুকে যাবে।
ঐক্যশ্রী প্রকল্প কবে চালু হয়?
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 2020 সালে ঐক্যশ্রী স্কলারশিপ চালু করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের এই বিশেষ প্রকল্পটি রাজ্যের পিছিয়ে পড়া সম্প্রদায়ের পড়ুয়াদের শিক্ষার বিকাশে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিক পালন করে।
ঐক্যশ্রী ফর্ম ফিলাপ অনলাইন? ঐক্যশ্রী ফর্ম পূরণ:
অনলাইনে ঐক্যশ্রী ফর্ম ফিলাপ করার জন্য আপনার একটি ব্যাংক একাউন্ট ও একটি আঁধার কার্ড ও রেশন কার্ড এবং জন্ম সার্টিফিকেট ও একটি মোবাইল নম্বর অবশ্যই লাগবে এই সমস্ত তথ্য গুলি দিয়ে আপনি অনলাইন ফরম ফিলাপ করতে পারবেন। অনলাইনে কিভাবে ফরম ফিলাপ করবেন এই বিষয়ে আমাদের ওয়েবসাইটে আরেকটি পোস্ট লেখা আছে আপনি চাইলে সেটা দেখতে পারেন।
অনলাইন ফরম ফিল্যাপ করার জন্য ঐক্যশ্রী স্কলারশিপ সাইট অপেনকারে আপনার মোবাইল নম্বর দিয়ে OTP Verify করে login করার পর আপনার সমস্ত তথ্য দিয়ে ফর্ম সাবমিট করে প্রিন্ট আউট করতে হবে।