আজকের এই নিবন্ধে জানবেন যে রেশন কার্ডে কি কি মাল পাওয়া যাবে - Digital Ration Card Benefits এবং RKSY-1 রেশন কার্ডে কি কি মাল পাওয়া যাবে, কোন রেশন কার্ডে কত মাল পাওয়া যাবে 2023, কোন রেশন কার্ডে কত মাল পাওয়া যাবে তার লিস্ট, কোন রেশন কার্ডে ঘর পাওয়া যাবে, Rksy 1 রেশন কার্ড সুবিধা 2023, পশ্চিমবঙ্গের phh রেশন কার্ড সুবিধা, রেশন কার্ডের খাদ্য তালিকা, SPHH Digital Ration Card benefits বিভিন্ন বিষয়ে আপনারা জানবেন। আপনারা যদি এই সমস্ত বিষয়ে জানতে চান তাহলে এই পোস্ট টি পুরো পড়ুন তাহলে সমস্ত বিষয়ে জানতে পারবেন।
রেশন কার্ডে কি কি মাল পাওয়া যাবে - Digital Ration Card Details:
জুন মাসে রেশন কার্ডে কি কি মাল পাওয়া যাবে:
PHH রেশন কার্ড:- রেশন কার্ড প্রাপ্ত যে সকল বেক্তির PHH টাইপ রেশন কার্ড রয়েছে সেই সকল বেক্তি মাথাপিছু 3 কেজি করে চাল ও 1 কেজি 900 গ্রাম আটা আথবা 2 কেজি গম পাওয়া যাবে।
Digital Ration Card Benefits:
আপনারা অনেকেই হয়তো জানেন না যে Digital Ration Card Benefits গুলি কী কী রয়েছে। দেখুন এখন কার ডিজিটাল রেশন কার্ডে অনেক রকমের বেনিফিট দেওয়া হয়ে থাকে।
জুন মাসে সম্পর্ন বিনাপয়সায় কত পরিমাণ চাল, আটা,গম ও চিনি পাবেন জানুন।
RKSY-1 রেশন কার্ডে কি কি মাল পাওয়া যাবে?
অনেক বেক্তির RKSY1 রেশন কার্ড রয়েছে কিন্তু তারা তাদের রেশন কার্ডে কত পরিমাণ রেশন পাবেন অনেকেই জানেননা। রেশন কার্ড প্রাপ্ত যে সকল বেক্তির RKSY1 টাইপ রেশন কার্ড রয়েছে সেই সকল বেক্তি মাথাপিছু 2 কেজি করে চাল ও 3 কেজি আটা পাওয়া যাবে। RKSY-1 রেশন কার্ড সুবিধা ভোগী বেক্তিরা গম বা অন্য কোনও সামগ্রী পাবেননা।
জুন মাসে কোন রেশন কার্ডে কত মাল পাওয়া যাবে তার লিস্ট 2023
2023 সালে কোন রেশন কার্ডে কত মাল পাওয়া যাবে তার লিস্ট কিভাবে বের করবেন সেই বিষয়ে এই পোস্টের প্রথমেই বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। তবুও আপনাদের জানায় যে AAY রেশন কার্ডে সবচেয়ে বেশি পরিমাণে চাল ও গম পাওয়া যাবে এবং SPHH ও PHH কাটেগরীর রেশনকার্ডে একই পরিমাণ চাল গম আটা পাবেন। তাছাড়া RKSY 1 ও RKSY 2 কাটেগরীর রেশনকার্ডে সবচেয়ে কম পরিমাণে চাল, গম, আটা, পাওয়া যাবে।
কোন রেশন কার্ডে ঘর পাওয়া যাবে?
রেশন কার্ডের মাধ্যমে ঘর পাওয়া একটি বিশেষ প্রভাব ফেলেছে মানুষের মধ্যে কিন্তু এই বিষয়টি সম্পর্ন রূপে ঠিক নয় এবং ঠিক কারণ। পশ্চিমবঙ্গে যে সকল বেক্তি প্রধান মন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছেন সেই সকল বেক্তির ঘর 2011 সালের সার্ভে থেকে উঠে এসেছে। 2011 সালে যে সার্ভে হয়েছিল সেই সার্ভে অনুসারে পরবর্তীতে রেশন কার্ড হয়। সার্ভে করার সময় রেশন কার্ডের কাটেগরী গুলি সিলেক্ট করা হয়েছিল। যে সকল বেক্তি অত্যন্ত দরিদ্র পরিবার ভুক্ত তাদেরকে AAY অর্থাৎ অন্তর্দয় শ্রেণীর রেশন কার্ড করেদেয় এবং মধ্য়বিত্ত পরিবারকে PHH ও SPHH কাটেগরীর কার্ড করে দেয়। এই ভাবে সার্ভে করা হয়েছিল ফলে নিম্ন স্তরের বেক্তিরা এই সার্ভে অনুযায়ী ঘর পেয়ে ছিল। আসলে ডিজিটাল রেশন কার্ডের ও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের সার্ভে 2011 সালে হয়েছিল। সেই সার্ভে অনুযায়ী ডিজিটাল রেশন কার্ড হয় এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বের হয়। তাহলে আপনারা নিশ্চয় বুজেছেন যে কোন কার্ডে পাওয়া যাবে এবং কোন কার্ডে ঘর পাওয়া যাবেনা। দেখুন কোন কার্ডে ঘর পাওয়া সেই বিষয়ে সঠিক ভাবে বলা সম্ভব নয়। তবে AAY ও SPHH কাটেগরীর রেশন কার্ডে ঘর পাওয়ার বেশি সম্ভবনা রয়েছে।
Rksy 1 রেশন কার্ড সুবিধা 2023?
RKSY 1 কাটেগরীর রেশনকার্ডের সুবিধা Aay ও Sphh এবং Phh রেশনকার্ডর তুলনায় কম রয়েছে। সরকারের পক্ষ থেকে সব সময় একই ভাবে রেশন ও একই পরিমাণে রেশন দেওয়া হয় না। কারণ দুর্যকের সময়ে অধিক পরিমাণে রেশন দেয় এবং অন্য সময় নির্দিষ্ট পরিমাণে রেশন দেয়। RKSY 1 রেশন কার্ড হল একটি ডিজিটাল রেশন কার্ড। এই রেশন কার্ড যাদের রয়েছে সেই সকল বেক্তি চাল, গম, আটা বিভিন্ন দ্রব্য পাবেন এবং এগুলি কত পরিমাণে পাবেন সেই বিষয়ে প্রথমে আলোচনা করা হয়েছে।
পশ্চিমবঙ্গের PHH রেশন কার্ড সুবিধা?
পশ্চিমবঙ্গের যে সকল বেক্তির PHH কাটেগরীর রেশন কার্ড রয়েছে সেই সকল বেক্তি মাথাপিছু 3 কেজি করে চাল ও 1 কেজি 900 গ্রাম আটা আথবা 2 কেজি গম পাওয়া যাবে। PHH রেশন কার্ড হল একটি ডিজিটাল রেশন কার্ড এর মাধ্যমে আপনারা যে কোনও স্থানে অনলাইন সুবিধা পাবেন।
জুন মাসের রেশন কার্ডের খাদ্য তালিকা?
পশ্চিমবঙ্গ রেশন কার্ডের খাদ্য তালিকায় এখন বিভিন্ন রকমের দ্রব্য দেওয়া হয়ে থাকে কিন্তু এর আগে সেরকম কিছু দেওয়া হত না । কিন্তু 2016 সালে ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে বিভিন্ন রকমের দ্রব্য দেওয়া হয়ে থাকে যেমন- চাল, গম, আটা, চা, চিনি, আরও বিভিন্ন রকমের দ্রব্য দেওয়া হয়ে থাকে। তবে রেশন কার্ড কাটেগরী অনুযায়ী আপনারা রেশন দ্রব্য দেওয়া হয়ে থাকে। কোনও রেশন কার্ডে কম আবার কোনও রেশন কার্ডে বসি পরিমাণে রেশন দেওয়া হয়ে থাকে।
SPHH Digital Ration Card Benefits?
SPHH DIGITAL RESON CARD BENEFITS GULI হল যে সকল বেক্তির SPHH কাটেগরী রেশন কার্ড রয়েছে, সেই সকল বেক্তি মাথাপিছু 3 কেজি করে চাল, ও 1 কেজি 900 গ্রাম আটা আথবা 2 কেজি গম পাওয়া যাবে। এই ডিজিটাল রেশন কার্ডের আরেকটি সুবিধা হল যে আপনি যে কোনও রেশন দোকানে আপনার আঙ্গুলের ছাপ দিয়ে রেশন তুলতে পারবেন।
NPHH রেশন কার্ডের সুবিধা?
NPHH রেশন কার্ড সুবিধা প্রাপ্ত বেক্তিরা চাল, চিনি, গম, কেরোসিন, তেল, প্রয়োজনীয় সমস্ত জিনিস পেতে পারেন। এই ধরনের কার্ড যে সকল বেক্তির আছে তারা NPSH বা NPHHS বিভাগের অধীনে আসে। NPHHS রেশন কার্ড ধারীরা শুধুমাত্র প্রয়োজনিও হিসাবে চিনি পেতে পারেন। NPS এর অর্থ হল প্রোরিটি হাউস হোল্ড।
কোন কোন কার্ডে ফ্রীতে রেশন পাবেন জেনেনিন?
আমরা সকলে জানি যে মোট পাঁচ রকমের রেশন কার্ড রয়েছে, সেগুলি হল AAY, SPHH, PHH, RKSY-1 RKSY-2 । চলতি বাজেট অনুযায়ী এই সমস্ত রেশন কার্ডে ফ্রীতে রেশন দ্রব্য দেওয়া হবে কিন্তু অতিরিক্ত যেটা দেওয়া হত সেটা দিবেনা। কিন্তু কোন প্রকারের কার্ডে কতটা রেশন দিবে সেই বিষয়ে আমরা আগেই বিস্তারিত আলোচনা করেছি।
কত বছর বয়সে রেশন কার্ড করা যায়?
আপনারা অনেকেই জনেননা যে পশ্চিমবঙ্গে রেশনকার্ড করার জন্য সর্বনিম্ন বয়েস কত বা কত বছর বয়েসে রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। পশ্চিমবঙ্গে সাধারনত বাচ্চা ও প্রাপ্ত বয়স্কদের যে কোনও বয়েসে রেশনকার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ আপনি যে কোনও বয়সের বাচ্চাদের জন্য রেশন কার্ড অ্যাপ্লাই করতে পারবেন।