নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাই আর নাহি রে।
ওগো, আজ তোরা যাস না ঘরের বাহিরে।
বাদলের ধারা ঝরে ঝড় ঝড়,
আউশের খেত জলে ভর-ভর,
কালী-মাখা মেঘে ও পারে আঁধার ঘনীয়েছে দেখ চাহি রে ।....
আজকের নিবন্ধের বিষয় সম্পর্কে আপনারা নিশ্চয়ই জেনে গিয়েছেন। আজকের আলোচনার বিষয় হল বৃষ্টি আজকে কোথায় কোথায় বৃষ্টি হবে 2023। এছাড়াও জানবেন যে আজকে বৃষ্টি কখন হবে। এতদিন চারিদিক বৃষ্টির জন্য চারিদিকে বৃষ্টির জন্য হাহাকার করছিল। সেই সময় অতিক্রম করে বৃষ্টি নেমে আসেছে মৌসুমী বায়ুর প্রভাবে। কিন্তু বিষয় হল এখন বৃষ্টি কোথায় কোথায় হবে এবং কখন হবে সেই বিষয়ে আমাদের নিবন্ধের আলোচনা। ভারতের কখন কোথায় বৃষ্টি হবে এই বিষয়ে অনেকেই অবগত নয়। আজকে কোথায় কোথায় বৃষ্টি হবে ও কখন বৃষ্টি হবে সেই বিষয়ে বিস্তারিত নিচে আলোচনা করা হল।
আজকে কোথায় কোথায় বৃষ্টি হবে 2023 - আজকে কখন বৃষ্টি হবে:
বেশ কিছুদিন আগে দেশের মানুষ বৃষ্টির জন্য আকুল ভাবে চেয়ে ছিল। কিন্তু দীর্ঘদিন পড়ে মানুষের সেই পিপাসার ফল মিলেছে জুন মাসের 16 থেকে 17 তারিখের পড়ে। কারণ গ্রীষ্ম ঋতু আসার পর থেকে বৃষ্টি কে মরুভূমির মরুছায়া মতো দেখা গিয়েছে, এবার নির্দিষ্ট সময়ে বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গ আবহদফতরের পক্ষ থেকে জানা গিয়েছে যে এবার বর্ষা নির্দিষ্ট সময়ের পড়ে নামবে। তবে জানব যে আজকে কোথায় কোথায় বৃষ্টি হবে 2023।
পশ্চিমবঙ্গ আবহদফতরের পক্ষ থেকে জানা গিয়েছে যে এখন থেকে বৃষ্টি মাঝে মাঝে সমস্থ স্থানে হবে। পশ্চিমবঙ্গে বৃষ্টির প্রধান কারণ হল মৌসুমী বায়ুর পরিবর্তন। সাধারনত মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে বৃষ্টিপাত হয়ে থাকে।
আপনারা সকলেই জানেন যে ভারতে সাধারনত দক্ষিণ -পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে জুন মাস থেকে বর্ষা কালের সূচনা হয়ে থাকে এবং এর সময় সীমা চলতে থাকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। এই সময় কালের মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বর্ষা হয়ে থাকে।
আজ সকাল থেকে আকাশ প্রচন্ড মেঘলা এবং মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। ফলে বলাযায় যে বর্ষা কালের সূচনা হয়ে গিয়েছে। তবে আজকের আলোচনার বিষয় হল আজকে কোথায় কোথায় বৃষ্টি হবে 2032 ও আজকে কখন বৃষ্টি হবে। নিচে এই বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
আজকে কোথায় কোথায় বৃষ্টি হবে 2023
পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে কিন্তু সব স্থানে এক সাথে বৃষ্টি হবে এমন টা নয় কোনও জেলায় বৃষ্টি কম হবে আবার কোনও স্থানে বৃষ্টি বেশি হচ্ছে। আলীপুর আবহদফতর থেকে জানানো হয়েছে যে পূর্ব মেদিনিপুর উত্তর 24 পরগণা, দক্ষিণ 24 পরগণা, বীরভূম এবং মুর্শিদাবাদ এর মধ্যে কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাত হলেও বাকি সব জেলাতে সল্প পরিমাণে বৃষ্টির সম্ভবনা রয়েছে।
সাধারণ ভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলতে গেলে ঐ সব এলাকায় হালকা থেকে মাঝারী মানের বৃষ্টিপাত হতে পারে সঙ্গে একটু দমকা ঝড় বাতাস 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে এবং কোনও কোনও বজ্রপাত হতে পারে।
এই সময়ে দক্ষিণ বঙ্গে বৃষ্টিপাতের সম্ভবনা কম রয়েছে। মেঘলা মেঘলা আকাশ ও কোনও স্থানে আংশিক মেঘলা আকাশ রয়েছে। যেহেতু মৌসুমী বায়ুর আগমন ঘটেছে ফলে এখন সমস্ত জেলাতেই মাজে মাজে বৃষ্টি হবে। তবে নিচের দেওয়া জেলা গুলিতে বৃষ্টির সম্ভবনা রয়েছে আজ।
বৃষ্টিপাত সম্ভাব্য জেলা:-
- পূর্ব মেদিনিপুর
- উত্তর 24 পরগণা
- দক্ষিণ 24 পরগণা
- বীরভূম
- মুর্শিদাবাদ
আজকে কখন বৃষ্টি হবে:
আজকে কখন বৃষ্টি হবে সেই বিষয়ে সঠিক তথ্য দেওয়া সম্ভব নয় তবে একটি সম্ভাব্য তথ্য দেওয়া যেতে পারে। আজকে কখন বৃষ্টি হবে সেটা জায়গা বিশেষ ভিন্ন ভিন্ন হতে পারে। কারণ সব স্থানে এক সাথে বৃষ্টি হওয়া সম্ভব নয়। তবে একটি নির্দিষ্ট এলাকার কোথায় কখন বৃষ্টি হবে সেই বিষয়ে একটি নির্দিষ্ট ধারণা দেওয়া যেতে পারে।
আজ কলকাতা ও তার আশপাশের এলাকায় সকাল 9 am থেকে দুপুর 1 pm এর মধ্যে বৃষ্টি হবে আলী পুর আবহদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।
আপডেট এখনো পরিবর্তন হতে পারে কারণ এটা কোন ফাইনাল আপডেট নয় কেননা আজকের তথ্য অনুযায়ী আজকে কখন বৃষ্টি হবে সেই বিষয়ে সম্ভাব্য বার্তা দেওয়া হল। আরও প্রতিদিন আপডেট দেওয়া হবে সেই জন্য আমাদের পেইজ টিকে ফলো করুন।
পশ্চিমবঙ্গে এখন বৃষ্টি হবে না আপনারা নিশ্চয়ই বুজে গিয়েছেন। এখানে আপনারা প্রতিদিন কখন বৃষ্টি হবে সেই বিষয়ে সঠিক তথ্য পেয়ে যাবেন।