প্রিয় ছাত্রছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর তোমাদের সকলের মনে একটি প্রশ্ন থাকে কিভাবে অল্প সময়ে একটি চাকুরী পাওয়া সম্ভব। তোমাদের সুবিধার জন্য আজকের এই নিবন্ধে আলোচনা করব উচ্চমাধ্যমিকের পর চাকরি পেতে সাহায্য করবে এমন ৭ টি গুরুত্বপূর্ণ কোর্স সম্পর্কে। তোমরা সকলেই যান যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (H.S EXAM) দেওয়ার পর তোমাদের রেজাল্ট বের হতে প্রায় দুই থেকে তিন মাস লাগে ফলে এই সময়টা একটা গুরুত্ব পূর্ণ সময়। তোমরা উচ্চমাধ্যমিক পরীক্ষা পর কী করবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।
উচ্চমাধ্যমিকের পর চাকরি পেতে সাহায্য করবে এমন ৭ টি গুরুত্বপূর্ণ কোর্স
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে পরীক্ষার পর তোমরা অবশ্যই ঘুরবে আনন্দ করবে। কিন্তু তার সঙ্গে তোমাদেরকে কিছু কোর্স করা দরকার যেগুলি তোমাদের কে যে কোনও রকমের চাকুরী পেতে সাহাজ্য করবে। ফলে তোমরা যদি আমাদের দেওয়া এই ছোট ছোট টিপ্স গুলি ফলো কর তাহলে চাকুরির এই দুর্মূল্য বাজারে বসে থাকতে হবেনা বা বসে থাকতে হবেনা।
আমরা এই নিবন্ধে 7 টি গুরুত্বপূর্ণ এমন বিষয় নিয়ে আলোচনা করব যেগুলি তোমরা যদি উচ্চমাধ্যমিকের পর ঘুরে নাবেরিয়ে এই কোর্স গুলি কমপ্লিট করতে পার তাহলে তোমরা আর বাকি ছাত্র ছাত্রীদের তুলনায় অনেক ধাপ এগিয়ে থাকবে।
আমরা যে 7 টি কোর্সের কথা বলব সেগুলি তোমরা চেষ্টা করবে যেন মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পরীক্ষার পর কমপ্লিট করার। আমরা যে 7 টি কোর্সের কথা বলব সেগুলি নিচে এক এক করে আলোচনা করা হল।
- কম্পিউটার কোর্স
- বিদেশী ভাষা শিক্ষা
- টাইপিং- এর কোর্স
- মোবাইল, ফ্রীজ, টিভি, কম্পিউটার রিপিয়ারিং
- প্যারামেডিকেল কোর্স
- ফটোগ্রাফি কোর্স
- বিউটিসিয়ান কোর্স
কম্পিউটার কোর্স- তোমরা সকলেই জান কম্পিউটার কোর্স সম্পর্কে কারণ এখন বেশিরভাগ চাকুরির ক্ষেত্রে কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে। কিন্তু এই বিষয়ে তোমাদেরকে একটি বিষয় জানতে হবে যাদের স্কুলে কম্পিউটার কোর্স ছিল তাদেরকে আলাদা করে আর কম্পিউটার কোর্স করার দরকার নেই।
কম্পিউটার কোর্সের ক্ষেত্রে একটা কথা জেনে রাখা দরকার। কম্পিউটার কোর্স অনেক টাইপ হয়ে থাকে যেমন 2 মাসের কোর্স, 3 মাসের কোর্স ও 6 মাসের কোর্স। তোমার তোমাদের প্রয়োজন মতো তোমরা যেটা দরকার সেই কোর্স করবে। কিন্তু তোমরা এই কোর্স যে কোনও সরকার সিকৃত জায়গা থেকে করবে। কোনও প্রকার প্রাইভেট কোর্স করবেনা। কোর্সে ভর্তি হওয়ার আগে সেই সেন্টারের বিষয়ে ও সার্টিফিকেট বিষয়ে অবশ্যই খোজ নিবে তার পর ভর্তি হবে। তবে বেশি কোর্স করার দরকার নেই আমার মতে 3 মাসের কোর্স করে সার্টিফিকেট নিলেই হবে।
বিদেশী ভাষা শিক্ষা- আপনারা হয়তো অনেকেই জানেননা যে অনেক সেন্টার আছে যেগুলি বিদেশী ভাষা শেখায়। এগুলির মধ্যে এলটি বিশেষ গুরুত্বপূর্ণ হল যারা বিদেশে যাবে তাদের ক্ষেত্রে বিদেশী ভাষা ফরাসি ভাষা শেখা অনেক গুরুত্বপূর্ণ। তবে গুরুত্বপূর্ণ ভাষা গুলির মধ্যে হল ইংরেজি ভাষা, হিন্দি ভাষা, ফরাসি ভাষা। এই সব বিভিন্ন রকমের ভাষা শিখলে আপনারা অবশ্যই চাকুরির ক্ষেত্রে অনেক সুবিধা হবে। বিশেষ করে যারা বিদেশে কাজের জন্য যাবে তাদের জন্য অবশ্যই শেখা দরকার।
টাইপিং- এর কোর্স- যে কোনও জায়গায় বা সরকারী স্থানে বা বেসরকারি অথবা প্রাইভেট কোম্পানীতে যদি চাকুরির জন্য অ্যাপ্লাই কর তাহলে তোমাদেরকে টাইপিং স্পীড কত পরিমাণ লাগবে সেটা এক এক জাগায় এক এক রকমের হতে পারে। অর্থাৎ তোমাদেরকে 1 মিনিটে একটি নির্দিষ্ট পরিমাণ ওয়ার্ড টাইপ করতে হবে সেটা বলা হয়ে থাকে।
টাইপিং কোর্স করার জন্য যে কোনও কম্পিউটার সেন্টার থেকে করে নিতে পারেন। টাইপিং করার জন্য সরকারী শ্রীকৃত বিভিন্ন কম্পিউটার ট্রেনিং সেন্টার রয়েছে আপনারা যেকোনও সেন্টার থেকে এই কোর্স কমপ্লিট করতে পারেন। টাইপিং কোর্সটি ভিশন গুরুত্বপূর্ণ কোর্স কারণ এই কোর্সটি তোমাদের বিভিন্ন রকমের চাকুরির ক্ষেত্রে দরকার হবে। টাইপিং স্পীড কোর্স করার জন্য কোনও বিশাল পরিমাণের টাকা খরচ হবেনা এটি অল্প খরচেই করা যাবে।
মোবাইল, ফ্রীজ, টিভি, কম্পিউটার রিপিয়ারিং- যারা এই বিষয় গুলি পছন্দ কর এবং যারা টেক্নিক্যাল বিষয় সম্পর্কে ভাল অভিজ্ঞতা আছে সেই সকল ছাত্ররা এই সমস্ত কোর্স গুলি করতে পারো। এইসকল কোর্স গুলি পড়ার কোনও দোকান থেকে নয় যেকোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেখান থেকে তুমি সার্টিফিকেট পাবে।
রিপিয়ারিং কোর্সটি কেবলমাত্র তারাই করবে যাদের সায়েন্স নিয়ে পড়তে চায়না। এবং যে সকল ছাত্ররা টেক্নিক্যাল বিষয়ে ভাল পারো সেই সকল ছাত্ররা এই ধরনের কোর্সগুলি করতে পার।
প্যারামেডিকেল কোর্স- আপনারা অনেকেই হয়তো ভাববেন যে প্যারামেডিকেল কোর্স আবার কেমন কোর্স। প্রথমেই বলে রাখি এটা হল চিকিৎসা সংক্রান্ত কোর্স। অর্থাৎ ভাল ভাবে বলতে গেলে বলতে হয়, যে সকল ছাত্র ছাত্রীরা সায়েন্স না নিলে যেমন Engineering কোর্স করতে পারেনা তেমন ভাবে যারা ডাক্তারি করতে পারছোনা সায়েন্স নেই নি বলে তাদের জন্য এই প্যারামেডিকেল কোর্স।
এই কোর্স করার ফলে বিভিন্ন মেডিকেল সেন্টারে কাজ পেতে পার, ক্সরে সেন্টারে কাজ পেতে পার, বিভিন্ন ল্যাব যেখানে মানুষের শরীরের বিভিন্ন অংশের পরীক্ষা নিরীক্ষা করা হয় সেখানে কাজ পেতে পার এছাড়ও রয়েছে ফিজিও থেরাপি আরও বিভিন্ন রকমের জায়গায় কাজ পেতে পার।
ফটোগ্রাফি কোর্স- এই কোর্স টি একটি ভিশন মনোরঞ্জন কোর্স ও ভিশন ইন্টেরটেনমেন্ট কোর্স। তোমরা চাইলেও পরবর্তী সময়ে এই ফটোগ্রাফি কোর্সটিকে জব হিসাবেও করতে পার। যারা মোবাইল বা DSLR ফটো ভাল তুলতে পারো তারা শুধু বন্ধু বান্ধবের জন্য blur করা ফটো তুললে হবেনা। যেকোনও একটি ভাল জায়গা থেকে ফটোগ্রাফির কোর্স কোর তোমাদের জীবন বদলে যাবে। কারণ ফটোগ্রাফির কোর্স এর ডিমান্ড অনেক বেশি।
বিউটিসিয়ান কোর্স- এই কোর্সটি কেবল মাত্র মায়েদের জন্য। যে সকল ছাত্রীরা বিউটিসিয়ানের কোর্স করতে চাইছ তারা অবশ্যই উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর তোমাদের নিকটবর্তী কোনও বড় ধরনের বিউটি পার্লার থেকে এই বিউটিসিয়ানের কোর্স করে নিতে পার। এই কোর্স গুলি অল্প দিনের কোর্স কিন্তু এগুলি তোমাদেরকে অনেক হেল্প করবে।
উচ্চমাধ্যমিকের পর চাকরি পেতে সাহায্য করবে এমন ৭ টি গুরুত্বপূর্ণ কোর্স নিয়ে আলোচনা করলাম যেগুলি তোমাদের সামনের জীবনে অনেক পরিমাণে হেল্প করবে। তোমাদের যদি কোনও রকম বুজতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেননা। এছাড়ও এই রকম শিক্ষা সম্পর্কিত কোনও কিছু জানতে চাইলে কমেন্ট করবেন।