বৈশাখী নগর কীর্তন পর্ব - 4


১. বন্দনা নগর কীর্তন  


'ঐ খানে দাড়ায়ে কেন গৌড় ও নিতাই'-2 . 

'এসে নিত্য কর ঘুরে ফিরে'-2 . 

'বলি ভক্তের সনে এসে নিত্য কর'-2 . 

( নামবে )   এসে নিত্য কর ঘুরে ফিরে গৌড় ও নিতাই 

ঐ খানে দাড়ায়ে কেন গৌড় ও নিতাই।  


'আ ... এস গৌড় দয়া করে  আমারও হৃদয় মন্দিরে'-2 

'অধম ভক্ত ডাকে তোমাই কাতরও প্রাণে'-2 

'একবার দয়া করে এস গৌড়'-2  

'এই হারিনাম সংকীর্তন মাঝে '-2 

'দয়া করে এস গৌড়'-2  

(নামবে) 'ঐ খানে দাড়ায়ে কেন গৌড় ও নিতাই''-2 

'একবার দয়া করে এস গৌড় '-2 

'এই হারিনাম সংকীর্তন মাঝে'-2 


'ও এস গৌড় দিন দয়াময় হওনা নৃদই '-2 

'তুমি নৃদই হলে পড়ে কে তোড়াবে দয়াময়'-2  

'তুমি নৃদই হলে পড়ে'-2 

'আমায় কে তোড়াবে দয়াময় হে '-2 

'ঐ খানে দাড়ায়ে কেন গৌড় ও নিতাই'-2 

'ঐ কৃষ্ণ রূপ সাগরের জলে ঝাপ দিব রে এখনি'-2 

'ও সব সখী গনে তোরা আউলে দেগ,'-2 

'তোরা আউলে দেগ ঐ মাথার বেনি'-2  

(নামবে) ঐ কৃষ্ণ রূপ সাগরের জলে ঝাপ দিব রে এখনি

ও সব সখী গনে তোরা আউলে দেগ



'ভেসে জব স্রোতের জলে, লাগবো গিয়ে কৃষ্ণ কূলে, কলঙ্ক ফুটবো মোর কপালে'-2  

  'ভেসে জব স্রোতের জলে, ঠেকব গিয়ে কৃষ্ণ কূলে এ....'-2 

 'ভেসে জব স্রোতের জলে, ঠেকব গিয়ে কৃষ্ণ কূলে, সখী রে এ .....'-2 .

'কূলে কলঙ্ক ফুটবো মোর কপালে'-2  

'মাজে মাজে যাবো'-2  

'কূলে না লাগিব মাঝে  মাঝে যাবো'-2  

'কুলের কুকুর দাড়িয়ে দেখবে মাঝে মাঝে কূলে যাবো'-2 

'ঐ মাঝে  মাঝে কূলে যাবো কুলের কুকুর দাড়িয়ে দেখবে'-2

'কুলের কুকুর দাড়িয়ে দেখবে মাঝে মাঝে কূলে যাবো। '-2 


'ঐ দিন সুরেন কই রাজুবলা, হয়ও নাকো  রায় উতলা'-2 

'মিলবে কালা যাবে সব জালা'-2  

আমরা জাতি ওবলা কুলের কুলবালা '-2 

মিলবে কালা যাবে জালা'-2 

'আমরা জাতি ওবলা কুলের কুলবালা মিলবে কালা যাবে জালা।'-2 

ও এসে তোমার নৃত্য তুমি কর গৌড় ও নিতাই 


( ডাক নাম ) 

   'ভেসে জব স্রোতের জলে'-2 

'লাগবো গিয়ে কৃষ্ণ কূলে'-2 

 'ভেসে জব স্রোতের জলে, লাগবো গিয়ে কৃষ্ণ কূলে'-2 

লাগবো গিয়ে কৃষ্ণ কূলে, ভেসে জব স্রোতের জলে'-2 

'লাগবো গিয়ে কৃষ্ণ কূলে'-2 

 'ভেসে জব স্রোতের জলে'-2 

(নামবে)  ও আমি ভেসে যাবো স্রোতের জলে, লাগবো গিয়ে কৃষ্ণ কূলে

কৃষ্ণ রূপ সাগরের জলে ঝাপ দিব এখনি....। 


তোরা আউলে দেগো মাথার বেনি'-2 

ঝাপ দিব আমি এখনি আউলে দেগো মাথার বেনি'-2

 'আমি ভেসে জব স্রোতের জলে'-2 

'লাগবো গিয়ে কৃষ্ণ কূলে'-2 

লাগবো গিয়ে কৃষ্ণ কূলে, ভেসে জব স্রোতের জলে'-2 

(নামবে)  ও আমি ভেসে যাবো স্রোতের জলে, লাগবো গিয়ে কৃষ্ণ কূলে

কৃষ্ণ রূপ সাগরের জলে ঝাপ দিব এখনি....। 

Previous Post Next Post