বৈশাখী নগর কীর্তন পর্ব - ১


১. বন্দনা নগর কীর্তন 

আ .... 

 'ডাকে আমার প্রাণ মুরতি এস গৌড় হে,- ২ 

'এস নিতাই গৌড়, ঐ নিতাই গৌড়'- ২ 

'বলি আজ আমায় তোড়াবে কে হে - ২ 

'এস নিতাই গৌড়, ঐ  নিতাই গৌড়'- ২ 


আ ... গৌড় হে.......

'গৌড় তোমাই আসিতে হবে ভক্তের প্রেম উথলিবে'- ২ 

'বিন্দু বিন্দু সুধা বাড়ি সকলে পাবে।'-২  

'বিন্দু দানে সিন্ধু নীড়ে, 

'আমরা চেয়ে থাকি সকলে বিন্দু দানে সিন্ধু নীড়ে,-২ 

'চেয়ে থাকি সকলে বিন্দু দানে সিন্ধু নীড়ে,-২ 

'বিন্দু দানে সিন্ধু নীড়ে'-২ 

'এস গৌড় হে'

'ডাকে আমার প্রাণ মুরতি এস গৌড় হে,- ২ 


গৌড় তোমার ঐ রূপ লাগি ভক্তের মন অনুরাগী, 

ঐ পাঁচে পঞ্চ ঢাকায় পঞ্চ শয়নে দেখি 

তোমার মাধর্য রূপ প্রেম সাগরে 

'এস হে গৌড় হারি তোমাই না দেখে মরি'- ২ 

'আমায় দেখা দিয়ে জুড়াও হিয়ে নইলে জীবনে মরি' - ২

'আজ মাধর্য রূপ প্রেম সাগরে ডুবে দেখবো তোমাকে '- ২ 

(শেষ অন্তর)  আমরা ডুবে দেখবো সকলে ঐ মাধর্য রূপ প্রেম সাগরে 

আমরা ডুবে দেখবো সকলে এস গৌড় হে'

ডাকে আমার প্রাণ মুরতি এস গৌড় হে,


এস গৌড় হে'

'গৌড় তোমাই আসিতে হবে ভক্তের প্রেম উথলিবে'- ২ 

বিন্দু বিন্দু সুধা বাড়ি সকলে পাবে।'-২  

তোমার মাধর্য রূপ প্রেম সাগরে' - ২ 

আমরা ডুবে দেখবো সকলে মাধর্য  রূপ প্রেম সাগরে' - ২ 

(শেষ অন্তর)  আমরা ডুবে দেখবো সকলে এস গৌড় হে,

ডাকে আমার প্রাণ মুরতি এস গৌড় হে,


ওরে মন সন  ও সেই রাধারও মন বিনে উদ্ধার কে করে' - ২ 

( ডাক নাম ) হরি হে  আর কে আছে'-২ 

হরি তুমি বই আর কে আছে সংসারে ' - ২ 

(শেষ অন্তর) ওরে মন সন  ও সেই রাধারও মন বিনে উদ্ধার কে করে' - ২ 


ওমন পয়রি মায়ার ঘরে কেন দাড়াও ঘুরে ডাক ব্রজের বংশী ধরে 

( ডাক নাম ) হরি হয়ে আর কে আছে'-২ 

হরি তুমি বই আর কে আছে সংসারে ' - ২ 

(শেষ অন্তর) ওরে মন সন  ও সেই রাধারও মন বিনে উদ্ধার কে করে'

Previous Post Next Post