বৈশাখী নগর কীর্তন পর্ব - ২

 বৈশাখী নগর কীর্তন পর্ব - ২ 

হারি হারি বল রে মন বদন ভরে,২ 

দেখ যেমন কলি ঐ তেমন নামগো। ২ 

ঐ কালের ভয় তো যাবে দূরে। ২  

ঐ দেখ যেমন কলি ঐ তেমন নামগো। ২ 

( নামবে ) হারি হারি বল রে মন বদন ভরে। 


'আসি চুরাশি জনম ভ্রমণও করে '২ 

'মানব জনম পেয়েছগো এই বিশ্ব মাঝে '২ 

'এখন তিন প্রভুর মর্ম জেনে '২ 

'এখন কর দাতা দিন সাধন তিন প্রভুর মর্ম জেনে।' ২ 

( নামবে ) হারি হারি বল রে মন বদন ভরে। 


'বৈষ্ণব ও সংগীতে মন আনন্দিত হয় অনেকক্ষণ।' ২ 

'রাধা কৃষ্ণের নিত্য নীলা করো রে শ্রাবণ।' ২ 

'জীবে দয়া বৈষ্ণব সেবা।' ২ 

'কবে প্রভু মিলিবেরে জীবে দয়া বৈষ্ণব সেবা।' ২ 

( নামবে ) হারি হারি বল রে মন বদন ভরে।' ২ 



'কহিতেছে বৈষ্ণব সনাতন রামকৃষ্ণ বলি তরে সন।' ২ 
' 6 এর কর্ম নয় এর ধর্ম  যে জন পারে সে জন করে।' ২ 
 '6 এর কর্ম নয় এর ধর্ম ।' ২ 
'যে জন পারে সেজন করে 6 এর ধর্ম নয় এর কর্ম।' ২ 
( নামবে ) হারি হারি বল রে মন বদন ভরে।' ২ 


'নাম জানিনা গৌড় বড় নবীন সন্ন্যাসী।' ২ 
 'ও তোড় ধোয়া নাই গো তরা নাই গো।' ২ 
 'তোর করেতে নাই মোহন বাঁশি।' ২ 
'ও সখি সেই তো বটে ও তোর করেতে নাই।' ২ 
( নামবে ) হারি হারি বল রে মন বদন ভরে।' ২ 


'এ কি ভাব দেখি রায় অঙ্গে শ্যাম অঙ্গ ঢাকা রূপ মাখা মাখি।' ২ 
'ও তোর সকল অঙ্গে চিহ্ন আছে।' ২ 
 'ও তোর মুখেতে নাই মধুর হাসি।' ২ 
 'ও সখি সেই তো বটে ও তার মুখেতে নাই।' ২ 
( নামবে )  'নাম জানিনা গৌড় বড় নবীন সন্ন্যাসী।' ২ 

 'ও তোর মুখেতে নাই মধুর হাসি।' ২ 
 'মুখেতে নাই মধুর হাসি।' ২ 
 'করে তেনায় মোহন বাসি মুখেতে নাই মধুর হাসি।' ২ 
 'করে তেনায় মোহন বাঁশি।' ২ 
( নামবে ) করে তেনায় মোহন বাঁশি
হারি হারি বল রে মন বদন ভরে।
Previous Post Next Post