বৈশাখী নগর কীর্তন পর্ব - 5

বৈশাখী নগর কীর্তন পর্ব - 5

 ‘যা কর গৌরাঙ্গ হরি তোমায় ছাড়বো না’-২ 

‘আমি কার কাছেতে যাবো গৌরাং ’-২ 

‘ও সে  আমারেতে নোবেনা’-২

‘আমি কার কাছেতে ওই যাব ঘড়ান গৌরাং’ - ২

( নামবে ) আমি কার কাছেতে ওই যাব ঘড়ান গৌরাং

যা কর গৌরাঙ্গ হরি তোমায় ছাড়বো না।  



‘কত নীলা  প্রকাশিলে কত পাপী উদ্ধারিলে’ - ২

‘গৌরাং হে……’ - ২

‘অচনডালে প্রেম বিলাইলে’ - ২

 ‘ওই আমার এস হৃদয় মাঝে অচনডালে প্রেম বেলাইলে’ - ২

( নামবে ) ওই আমার এস হৃদয় মাঝে অচনডালে প্রেম বেলাইলে

যা কর গৌরাঙ্গ হরি তোমায় ছাড়বো না।  


‘জিব তরানো হলো নাকি আমি এখন আছি বাকি, ’ - ২

‘গৌরাং হে……’ - ২

‘একি কেমন করুণা হে’ - ২

‘হে গড়ান বলে ডাকি একি কেমন করো না হে’ - ২

( নামবে ) হে গড়ান বলে ডাকি একি কেমন করো না হে

যা কর গৌরাঙ্গ হরি তোমায় ছাড়বো না।



‘অনন্ত কই আমার মত পাপী নাই জগতে এত’ - ২

 ‘গৌরাং হে…’ - ২

‘তুমি কেমন পতিত পাবন এবারে যাবে জানা ’ - ২

‘এবারে যাবে জানা হে’ - ২

( নামবে ) তুমি কেমন পতিত পাবন এবারে যাবে জানা 

যা কর গৌরাঙ্গ হরি তোমায় ছাড়বো না। 


‘হরি হরি বললে পারে হরি কি আছে ’ - ২

‘ডাকার মতো ডাকলে পরে’ - ২

( ডাকনাম ) ‘ও কি আর কি থেমে ওই আসে রে ভাই’ - ২

( নামবে ) ও কি আর কি থেমে ওই আসে রে ভাই

যা কর গৌরাঙ্গ হরি তোমায় ছাড়বো না।



‘হরি পাওয়ার উপায় দেখো হৃদয়ে প্রেম জাগিয়ে রাখো’ - ২

‘হরি আমার প্রেমের প্রেমিক প্রেম ভালবাসে’ - ২

‘প্রেম যে বড়ই ভালবাসে’ - ২

( নামবে ) হরি আমার প্রেমের প্রেমিক প্রেম ভালবাসে

যা কর গৌরাঙ্গ হরি তোমায় ছাড়বো না।



 ‘হরির সঙ্গে কি সম্বন্ধ জানলিনা মন ভালো মন্দ’ - ২

 ‘অন্তরে নাই প্রেমের গন্ধ জানতে পারে সেই’ - ২

 ‘সে কিরে আর জানতে পারে’ - ২

( নামবে ) অন্তরে নাই প্রেমের গন্ধ জানতে পারে সেই সে কিরে আর জানতে পারে

যা কর গৌরাঙ্গ হরি তোমায় ছাড়বো না।


‘মণ্ডা মন্ডা বললে পারে’ - ২

‘মন্ডা কি পায় ঘরে বসে মণ্ডা মন্ডা বললে পারে,’ - ২

‘জল পিপাসা লাগলে পারে’ - ২

‘শান্তি হয় কি জল জল করলে জল পিপাসা লাগলে পারে’ - ২

‘শান্তি হয় কি জল জল  করলে’ - ২

‘জল পিপাসা লাগলে পারে শান্তি হয় কি জল জল  করলে’ - ২

( নামবে ) জল পিপাসা লাগলে পারে শান্তি হয় কি জল জল  করলে

যা কর গৌরাঙ্গ হরি তোমায় ছাড়বো না।


Previous Post Next Post